আমার হৃদয় হতে মন কে নিল -
                    নিল যে হরে  ,
সে যে হার মানাল ,হার মানাল -
                  মন নিল কেড়ে !
সে যে হাসে ,কাঁদে ,খেলে বেড়ায়-
                      মনের হরষে ,
   ছোট্ট হাতের ,ছোট্ট মনের -
                         যাদুর পরশে !
বোল ফুটেছে আধো আধো -
                   ধরকে বলে -ধ-ধ-ধ ,
ছোট্ট তার গাড়ীতে চড়ে -
                     বলে -বো-বো-বো !
তার ভাষার মানে বোঝার -
                    হল বিষম দায় ,
এসব ভাষার মানে যে ভাই -
                   কোন অভিধানে নাই !


            **********
দূপুর -১:৩০মিঃ,অলটেন (সুইজারল্যান্ড )
০৯ /০৫ /২০১১ ,শনিবার !