কোন ভাগ্যে পেলি জবা শ্যামা মায়ের চরণ তল,
মায়ের পায়ের পরশ পেয়ে, জীবন তোর সফল ।
মাগো; বিল্বদল আর জবা ফুলে, পূজি তোর চরন কমলে
মিটিয়ে দে মোর মনের আশা, ঠাঁই দে'মা তোর পদতলে ।
মা গো জবা বিনে হয়না পূজা, আমার হৃদয় জবা, নে মা তাই ,
শূন্য হৃদয় ভরিয়ে দে'মা , শুধু একটু তোর করুণা চাই ।
তুই নাকি মা দয়াময়ি, তাই বলি ওমা, শোন মা তাই  ।
মাগো কালী নামে মসি মাখা, তাইকি কালো হলি সদাই ।
জবা রাঙা, হৃদয় রাঙা, মা তোর রাঙা চরণ তল ,
ওমা তোর  পায়েতে দিলাম সঁপে, মোর হৃদয় শতদল  ।
তাই বলি মা শবাসনা, আমায় চরণ ছাড়া করিসনে মা,
কোলে তুলে নেমা শ্যামা, মোর ভবের জ্বালা কর শীতল  ।
    ^^^^^^^^^^^^^^^^^^^^^


লেখাঃ ১৯/০৯/২০১২ ১৯ঃ০০, বসন্তপুর