জবা লো তুই নোলক হয়ে
            দুলিস কা'র নাকে ,
দেখি যে তুই মায়ের পায়ে
            থাকিস সকাল থেকে ।


তুইও লাল ,  মায়ের আমার
                      চরণও লাল,
লালে লালে হলো যে লাল
               তোর সাধনার লেগে ।


মায়ের গলায় জবা লো তুই
                  দুলিস হয়ে হার ,
মায়ের পায়ের জবা হয়ে
                 ফুটিস বারেবার  ।


বাসিসভালো তুই যে মাকে
          ঠাঁই মা দিলেন পায়ে তোকে ,
তোর মত ভাগ্য বলনা জবা
                    ক'জনারই হয় ।


তুই যে মায়ের প্রিয় ওলো
                তোর সাথে বরাভয় ,
সদাই থাকিস মায়ের পায়ে
                তোর জীবন সফল তায় ।


জবালো তুই পাপড়ি মেলিস
                       কাহারি লাগি ,
রাঙা চরণ পাবি বলে
              আশিষ টুকু মাগি ।


পঞ্চাননের পঞ্চ মুন্ড  
             পাঁচটি পাপড়ি তোর ,
ভালোবেসে মাকে কি লো
                 হয়েছিস বিভোর ?


মায়ের এমন ভালোবাসা
                ক'জনা পায় বল ,
মায়ের  প্রিয় তুই লো জবা
              পেলি মায়ের চরণ তল ।


     🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


রাত্রি - ৮:০৪ মিনিট ,
০২  /০৬ /২০১৯ রবিবার ।
কেরাণিটোলা - মেদিনীপুর ।