নারী-মমতাময়ী , স্নেহময়ী জননী ,
প্রেম উপহার দাও কখনো জায়া তুমি !
তুমি স্নেহমাখা সুধাপাত্র উজাড়িয়া ভগিনী ,
কখনো তুমি স্নেহ বৎসলা কণ্যারূপিনী !


                        তুমি সৃষ্টির আদি ,অনন্ত ,বর্তমান ,
                        তুমি নিজেকে নিজে সৃষ্টি কর অবিরাম !
                          নারী তুমি নিজেকেই নিজে কর পুষ্ট ,
                          তুমি মহিয়সী ,তুমি গরিয়সী জননী !


তুমি মরুতেও ফুল ফোটাও তোমার সৃষ্টির রহস্যে ,
আবার মনের বনে প্রেমের দোলা দাও মনের উল্লাসে !
তুমি মেঠো গ্রামের পথে এক কিশোরী বালিকা ,
তুমি একটি একটি করে ফুল গেঁথে সৃষ্টি কর মালিকা !


                                               তুমি প্রেমিকের প্রেমিকা ,
                                               তুমি গাঁয়ের পল্লী বালিকা !
                                               তুমি গাঁয়ের বালিকা বধূ ,
                                                তোমার বুকে জমে থাকে মধু !


তুমিই মৃত্যুর নিশানা -
তুমিই বাঁচার ঠিকাণা !
তুমি আলোক পথের দিশারী ,
তুমি বিধাতার সৃষ্ট ,আবার বিধাতাকে সৃষ্টিআছ এক  নারী !


                                                তুমি রমণী শ্রেষ্ঠা রমণী ,
                                                 তোমার উষ্ণতায় জাগে ধমনী !
                                                 তুমি রক্তে জীবন জাগাও ,
                                                 তুমি মহাসৃষ্টির শ্রেষ্ঠ জাগানিয়া !


                                **************
রাত্রি - ৯:৩৮ মিঃ ,
৩১ /১২ /২০১৭ ,রবিবার ,
       কলকাতা !