জৈষ্ঠের দুরন্ত রোদ বহিছে প্লাবন ,
স্তব্ধ মূখর ,ক্লান্ত দূপুর ___
নির্জ্জন পথ ঘাট ¡
জৈষ্ঠের রোদ্দূর যেন মরুপ্রান্তর ,
বাজারেতে লোক জনের  নেই ভীড় ¡
পাখীরা গাছের ডালে বসে ,
পিপাসায় কাতর হয়ে এদিকে ওদিকে তাকায়  ,
কোথাও একফোঁটা পিপাসার বারি নেই ¡
গাছের পাতা গুলোও যেন রৌদ্রের
উত্তাপে ঝলসে গেছে ¡ যেন অগ্নি বৃষ্টির পরাকাষ্ঠা ¡
তারই তলায় পাখীগুলি বসে ডানা ঝাপটায় ,
একটু শীতল হাওয়ার  আশায় ¡
কিন্তু কোথায় শীতল হাওয়া....... যেন
অগ্নি বরিষন ¡ কুকুর গুলো ধুঁকছে ,ক্লান্ত দেহ ¡
গোচারনে গরু গুলি ঘাস খেয়ে ,তৃষ্ণায় মুখ উঁচিয়ে দাঁড়িয়ে গাছর ছায়ায়¡
তারাও জলাশয় খুঁজছে ,কোথাও কর্দমাক্ত জলে ---
গা ডুবিয়ে ,কাদা সারা গায়ে মেখে ,
গায়ের তাপ ঠান্ডা করে  নিচ্ছে ¡
মানুষেরা রৌদ্রে ,গরমে ,  ঘেমে নেয়ে ,
ঠান্ডা ,গরমে,অসুস্থ  হয়ে পড়ছে ¡
জৈষ্ঠের প্রচন্ড তাপে আম,কাঁঠাল ,লিচু ,ইত্যাদি ফল পাকছে ,
সঙ্গে সঙ্গে অসুখ ,বিসুখও ছাড়ছে না ¡
ডাক্তার ,বদ্যি ,ঔষধ তো লেগেই আছে ,
কাঠফাটা তীব্র গরম,মাঝে মাঝে ঝড়,বৃষ্টি এসে __
ক্ষণিকের তরে ধরা শীতল করে ,ফের একই অবস্থায় ফেরে ¡
জৈষ্ঠে ফল পাকে ,প্রাণ ছটফট ,
অসহ্য দাব দাহ ,তীব্র দহন জ্বালায় ¡


             ***********
বেলা -১১:৩৫ মিনিট ,
২১ /০৫ /২০১৮ সোমবার


          ডেবরা !                
                             (কাব্যের শেষাংশটি দিতে একটু দেরী হোলো )