সাদা মেঘের পানসি বেয়ে জলপরীরা যায় ,
কাজলা মেঘের ভেলায় চড়ে কোন সুদূরে বায় ।
নীল আকাশে শ্বেত বরণ পিঞ্জা তুলা উড়ছে যেমন
তরতরিয়ে  উড়ছে তারা ইচ্ছে মতন যখন তখন ।
পরীর রূপের তুলনা নাই উড়ছে তারা যেথায় তথায় ,
সাদা মেঘে আঁচল উড়ে রূপ সাগরে ভেসে বেড়ায় ।
ভরছে কলস নয় সে অলস নাইছে  সাগর জলে ,
সাগর পিতা নদী মাতার যায় সে নিকট  চলে।
জল পরীরা যাচ্ছে ভেসে ঘাঘরা পরে গায় ,
বজ্র মিথুন  চোখ রাঙিয়ে তারি সাথে ধায়।
উড়ছে হাওয়ায় মেঘের সারি দোলায় মাথা তাল সুপারী ,
নিয়ে জল ভরে গাগরী সাগর পারে  বেয়ে তরী ।
কতই না দেশ ঘুরে ঘুরে  যেথা সেথা বারি বিতরে ,
দেশ মহাদেশ পার হয়ে  আসছে তারা ভেলায় চড়ে ।
জলপরীরা সাগর দেশে থাকে ওরা বর্ষা শেষে ,
বছরপরে আবার আসে বর্ষাকালে আষাঢ় মাসে ।


         *******************
সন্ধ্যা -৫ : ০৩ মিনিট !
২১ / ১২ /২১ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !