জৈষ্ঠ্য মাসে মিষ্ট ফল অতি সুমিষ্ট ,
প্রচন্ড গরমে হয় জীবন অতিষ্ঠ ¡
গরমেতে ছটফট জীবন হাঁইফাই,
কি করি ,কোথায় গিয়ে জীবন বাঁচাই ¡


অসহ্য গরমে জীবন করে ছটফট ,
বাহিরে রৌদ্রের প্রচন্ড দাপট ¡
বিন্দুমাত্র শীতল নেই ,উত্তাপে প্রাণ যায়,
জীবন রাখিতে নারে ,না আছে উপায় ¡


আম ,জাম ,কাঁঠাল ,লিচু ,অতি সুমিষ্ট ,
কমলা ,মৌসুম্বী ,তরমুজ ,খরমুজ ,রসেতে পুষ্ট ¡
ভক্ষনে রসনা লভে পরম পরিতৃপ্ত ,
অতিরিক্ত সেবনে পেট হয় দুষ্ট ¡


জৈষ্ঠের শুক্লা ষষ্ঠী হয় "জামাইষষ্ঠী ",
ফল ,মূল ,পঞ্চব্যঞ্জন ,পায়েস , নানাবিধ পিঠে , মিষ্টি ¡
জামাইকে আদর করে খাওয়ান শ্বাশুড়ীমাতা ,
খাওয়ানোর পরে ,কপালে দেন ফোঁটা ¡


মঙ্গল তিলক আঁকেন জামাতা কপালে ,
যুগে যুগে "জামাইষষ্ঠী "এই রূপ বলে ¡
আঁকেন শ্বাশুড়ীমাতা ললাটে কল্যাণ তিলক ,
দীর্ঘায়ু যেন হয় জামাতা ,আয়ু হয় শতক ¡


শতবর্ষ আয়ু চান মাতা কন্যার  মঙ্গলে,
চির আয়ুষ্মতী হোক কন্যা ,চান মা সকলে ¡
সতীর পুন্যেতে হয় পতি পুন্যবান ,
পতির আয়ুতে হয় ,সতীর কল্যাণ ¡


         ***********
সন্ধ্যা-৭:২০ মিনিট
১৯ /০৬ /২০১৮ মঙ্গলবার
        কলকাতা