পরম প্রিয় দেবী মোর জীবনে মরণে ,
তোমার কোলে জন্ম  মাগো লভি বারে বারে ¡
তোমারে নিরখি মম মন ভরে যায় ,
শস্য শ্যামলা রূপ প্রাণ যে জুড়ায় ¡


শরীরের সর্বাঙ্গে মাগো জড়ায়ে যে তুমি ,
সর্বক্ষণে মাগো আমি তোমারে প্রণমি ¡
অন্ন ,জল ,বায়ু ,দিয়ে বাঁচাও জীবন ,
ধন্য হয়েছি মাগো ,তোমা'পরে লভিয়া জনম ¡


জন্মভূমি  তোমায় আমি নমি বারে বার ,
তোমার মহিমা মাগো অনন্ত অপার ¡
বীর প্রসবিনী মাগো রত্নগভা তুমি,
জন্মেছে তোমার বুকে কত শত গুনী ¡


রক্ষিতে তোমার মান জীবন করে উৎসর্গ ,
জন্ম নেছেন বীরাঙ্গনা কত বীরবর্গ ¡
জননী গো জন্মভূমি তোমাতে জন্মিয়া ,
ভরেছে আনন্দে বুক,ভরেছে মোর হিয়া ¡


জীবনের চাওয়া পাওয়া জুগিয়েছো তুমি ,
দেহ ,মন ,প্রাণ ভর ,জ্বালা জুড়াও তুমি ¡
তোমারে হেরিয়া মাগো চোখ নাহি ফিরে ,
তাইতো তোমার কোলে আসি ফিরে ফিরে ¡


               *********
দূপুর-১:০৮ মিনিট
০৫ /০৬ /২০১৮ ,মঙ্গলবার ¡
        কলকাতা