তুই এলি ধরা 'পরে ,
কালো মেঘে ঝরঝরে ।
জন্মিলি তুই মধ্য রাত্রে ,
দুর্যোগের সেই রাতে ।


মাতৃত্বের সাধ হৃদে ছিল সংগোপন ,
সেই সাধ এবে বুঝি হইল পূরণ ।
তুই যে নয়ন মণি দুই চোখের তারা ,
তাই তোরে না হেরিলে চোখে হয় হারা ।


জন্মনিলি এইটুকু ছোট্ট একটি মেয়ে ,
সারাক্ষন মুখপানে রহিতাম চেয়ে ।
হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলতিস যখন ,
মন আমার আনন্দে আপ্লুত তখন ।


ধীরে ধীরে উঠেছিস কত বড় হয়ে ,
তুই কী আমার পুতুল পুতুল সেই
                         ছোট্ট মেয়ে ?
তাই আমি বসে বসে ভাবি মনে মনে ,
মনের আশা পূরণ প্রভু করলেন যে ক্ষনে ।


তুই আমার বড় আদরের আমার বুকের ধন ,
বুক জুড়ে জীবনে মোর থাকিস সারাক্ষণ ।
দয়াল প্রভুহে ঠাকুর মিনতি তোমার কাছে ,
সদা সর্বদা তুমি থেকো আমার সোনার পাশে ।

××××××××××××××××××××××××××××××××××
রাত্রি -৮ : ০৫ মিনিট ।
২০ /০৬ /২২ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।