মাতৃভূমি ,জন্মভূমি ,বাংলা আমার স্বর্গ ,
তোমার তরে দিলাম মোরা মোদের জীবন অর্ঘ্য ।
তোমার কোলে জন্ম মাগো মরণ তোমার কোলে ,
তোমার ধূলি অঙ্গে মেঘে বেড়াই হেসে খেলে ।
তোমার অন্ন জলে জীবন গড়ি ,থাকি পরম সুখে ,
তোমার প'রে জীবন মোদের কাটে সুখে দুঃখে ।
তোমার কোলে বাঁচি মরি ,নেইকো মোদের ভয় ,
যতই আসুক বাধা বিপদ  করবো মোরা জয় ।
তোর মাটিতেই জন্ম মোদের কাদা মাটি জলে ,
তোর বুকেতেই সোনা ফলে , চষে হল-লাঙলে  ।
সবুজ  ক্ষেতে সোনার ফসল ,খেলে রোদ্দৃর ,
তোর বুকেতে বইছে  নদী  , সপ্ত সমুদ্দূর ।
জন্মভূমি ,মাতৃভূমি ,মায়ের সমান ,
তুই যে মোদের স্বপ্ন মাগো ,তুই যে মোদের প্রাণ ।


              🌟🌟🌟🌟🌟🌟🌟🌟


সকাল -৯:৩০ মিনিট ,
০৩/১১/২০১৮ শনিবার ,
মেদিনীপুর - কেরাণীটোলা ।