ঝর ঝর ঝর ,ঝরনা ঝরে   রে ,
ঝির ঝির ঝির ঝির ,বৃষ্টি পড়ে রে ¡
ঝন ঝন ঝন ঝন ,পায়েল বাজেরে ,
ঝম ঝম ঝম ঝম ,রেলগাড়ী চলে রে ¡


ঝূম ঝুম ঝুম্  ঝুম ,ঝুনঝুনি বাজায় কে ,
ঝুমুর ঝুমুর বাজে পায়ের নুপূর রে ¡
ঝলকে ঝলকে বিজলী ঝলকে ,
ঝল মল ঝল মল ,সুন্দরী কমলার শাড়ী করে যে ¡


ঝক ঝক ঝক ঝক,হীরে ঝকে রে ,
ঝিকমিক ঝিকমিক ,আকাশে তারা জ্বলে রে ¡
ঝিঁঝিঁ ঝিঁঝিঁ ,ঝিঁঝিঁ পোকা ডাকে ওই ,
ঝাঁ ঝাঁ ঝাঁ ঝাঁ ,রৌদ্রে কেউ নেই ¡


ঝড় উঠেছে ঐ কালবৈশাখী ,
ঝাউ গাছ দোলায় মাথা থাকি থাকি ¡
ঝাল ঝাল ,খেতে ভাল লাগে ঝালমুড়ি ,
ঝগড়া করে শালিকেরা চলে যায় উড়ি ¡


ঝেড়ে ঝেড়ে উঠে ধূলি ছেলেরা মাঠে ,
ঝাঁপ দেয় ছেলেরা সব স্নানের ঘাটে ¡
ঝুপ ঝুপ দেয় ডুব বৌয়েরা এসে ,
ঝপ ঝপ পড়ে আম ঝড়ে বাতাসে  ¡


        ***********
বিকেল -৫:৫০ মিনিট ,
০২ /০৪ /২০১৮ সোমবার ,
          ডেবরা