কাঁহা গয়ারে মেরে কৃষ্ণ কানাইয়া,
পুকারে পুকারে বোলে যশোদা মাইয়া  ।
মেরে গোদমে আ-যাও মেরে যাদুধন,
তেরে বিনা মেরে ধড়মে না থাকে জীবন ।
তুঁহু মেরী জীবন সে জীবন, মেরী প্রাণ সে প্রাণ,
তুঁহু বীনা মথুরা ধাম হুয়া হ্য আঁঁধার।
যশোদার জীবন ধন তুঁহু যাদুমণি ,
রাখাল রাজা তুঁহু মেরে গোঠের চূড়ামণি ।
দুধের ছাওয়াল মেরে, কাঁহা তুম যাও,
মেরে পাশ আ-যাও গোপাল, পরাণ জুড়াও ।
গোবর্দ্ধন-গিরিধর হুয়া অবতার,
মীরার বঁধূয়া  তুম্ ওরে নটবর (গিরিধর) ।
দশ অবতার হইয়া সৃষ্টি রক্ষিলে,
তর্জনি অঙ্গুলি ডোগায় ব্রহ্মান্ড ধরিলে ।
বঙ্কিম পদ্ম-পলাশ লোচন, ত্রিভঙ্গ মুরারী,
চাঁচর চিকুর কেশ , শ্যাম নটবর, মুকুন্দ- শ্রী-হরি ।
নীলাম্বর, পীতধড়া, চূড়াশিরে শিখি পাখা,
গলে দোলে বনমালা, অলকা-তিলকা কপোলমে আঁকা ।
তুঁহু মেরে রাধেশ্যাম, মেরে নন্দলালা,
মেরে পাশ আ-যাও মেরে গিরাধারী লালা ।
          <<<<<<>>>>>>>