ঝিলের জল ঝিলমিল করে ,পড়ে চাঁদের আলো ,
ঝাউ এর বনে ঝড় উঠেছে ,উড়ছে লাল ধূলো ।


ঝুমার কানে ঝুমকো দোলে ,ঝলমল ঝলমল শাড়ি ,
ঝমঝমাঝম মল বাজিয়ে ঝর্ণা জল নিয়ে  যায় বাড়ী ।


ঝর ঝর ঝর ঝরণা ঝরে পাহাড়ের কোল বেয়ে ,
ঝিকমিক ঝিকমিক আলোর ঝলক জোনাকিরা যায় ধেয়ে ।


ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে ঝাপসা হয়ে আসে ,
ঝাঁকে ঝাঁকে উড়ছে মধূপ মধুখাওয়ার আশে ।


ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক করে চলে রেল গাড়ী ,
ঝলকখুড়ো  রোদের ঝাঁজে আসছে ফিরে বাড়ী ।


ঝুরঝুরিয়ে শিউলী ঝরে শিউলী গাছের তলে ,
ঝাঁকের শালিক ঝগড়া করে ঝিমলীর বাড়ীর চালে ।


ঝনক ঝনক বাজে ঝুমার হাতের কিঙ্কিনি ,
ঝাঁজ ঝাঁজর  ঘন্টা বাজে বাজে কাঁসর ধ্বনি ।


ঝিঁ ঝিঁ পোকা ঝিঁ ঝিঁ ডাকে ঝাউ বাগানের ধারে ,
ঝুনু ঝুলু জলে ভিজে ঝম ঝম বৃষ্টির ভিতরে ।