ঝুলে রাই ঝুলে ঝুলনে ,ঝুলে কৃষ্ণ ঝুলে ঝুলনে ,
ঝুলে যুগল শশী যেন বৃন্দাবনে !
বৃন্দাবনের গোপনারী  ,ঝুলনে ঝুলায় , কি রূপ মাধুরী ,
রাধা  সনে ঝুলে হরি ,আহা ! কিবা শোভা মরি মরি !
রাই - শ্যামে  ঘিরি ঘিরি ,ঝুলায় যত ব্রজনারী ,
রাধা-কৃষ্ণ যুগলে দেখ  ,ঝুলনে ঝুলায় ধিরি ধিরি !
রাধিকা আর কৃষ্ণ ধনে ,সাজায়ে  অতি যতনে ,
বনমালা গলে দোলে ,ভালে শোভিছে চন্দনে !
কৃষ্ণের শিরে ময়ূর পাখা ,রাইয়ের শিরে  বেনী ,
ঝলমল করে কৃষ্ণের চূড়া ,রাইয়ের বেনী ধরে ফনী !
কৃষ্ণের চুড়া বামে হেলে ,রাই আবেশে ঢলে ,
দুঁহুঁ অঙ্গ এক যেন , যুগল ইন্দু ঝুলে ঝুলনে !
শ্যাম-রাই এ ঝুলনে তুলি ,ঝুলাইছে গোপনারী ,
যুগল রূপ আনন্দে হেরি ,নাচে গায়  দোঁহারে ঘিরি


(আজ রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শুরু )


              *********
সন্ধ্যা - ৭:১০ মিঃ ,ডেবরা ,
১২ /০৬ /২০১৭ ,সোমবার !