ঝুলে রাই ঝুলে ঝুলনে ঝুলে কৃষ্ণঝুলে ঝুলনে ,
ঝুলে যুগল শশী যেন বৃন্দাবনে ।
বৃন্দাবনে গোপনারী ঝুলনে ঝুলায় আনন্দভরি ,
রাধা সাথে ঝুলে হরি কিবা শোভা মরি মরি ।
রাই কিশোরী ঘিরি ঘিরি ঝুলায় যত গোপনারী ,
রাধাশ্যাম ঝুলনে করি যেন একই অঙ্গে কৃষ্ণ হরি ।
শ্রীমতি আর শ্রীকৃষ্ণেরে সাজায়ে  অতি যতন করি ,
গলে দোলে বনমালা ভালে শোভিছে তিলকা তারি ।
কৃষ্ণের শিরে ময়ূর পাখা রাইয়ের শিরে বেনী ,
ঝলমল করে  কৃষ্ণের চূড়া রাইয়ের বেনী যেন ফণী ।
কৃষ্ণের চূড়া বামে হেলে রাই আবেশে ঢলে  ,
দুই অঙ্গ এক যেন বৃন্দাবন চন্দ্র ঝুলনে ঝুলে ।
শ্যাম রাই দোঁহে ঝুলনে তুলি ঝুলাইছে গোপনারী ,
যুগলরূপ আনন্দে হেরি নাচে গায় যুগলে  ঘিরি ।


        *******************
সন্ধ্যা -৭:১০ মিনিট ।
১২ /০৬ / ১৭সোমবার ।
ডেবরা =মেদিনীপুর  ।