নীলাচলে নীলমাধব তুমি পুরীতে জগন্নাথ ,
দীন হীনে কৃপা কর প্রভু তুমি কর আশীর্বাদ ।
আষাঢ়েতে রথযাত্রা যাও মাসীর বাড়ী ,
বলভদ্র দাদা ,সুভদ্রা ভগিনী সাথে করি ।
শ্রাবণে ঝুলনে ঝুল সঙ্গে রাধারানী ,
ব্রজবালা সাথে লয়ে যতেক গোপিনী ।
বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র ঝুলত ঝুলন রাতে ,
গোপিনী গন সঙ্গে লয়ে ঝুল রাধা সাথে ।
বকুলের শাখে বাঁধা দোলনার রশি ,
যুগলে বসিয়া তাতে ঝুল কালশশী ।
ললিতা বিশাখা আদি প্রিয় সখীগন  ,
রাধাকৃষ্ণে ঝুলায়ে বলে জয়" রাধামোহন "।
ঝুলন পূর্ণিমা নিশি সুনীল আকাশ ,
ঝুলত ঝুলনে রাধাকৃষ্ণ সূমন্দ্র বাতাস ।
জয় রাধে রাধে কৃষ্ণ বল হরি বোল ,
ধরা 'পরে আনন্দস্রোত বহিছে হিল্লোল  ।


      ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


বিকাল --5 :50 মিনিট ।
12 /07 /21 সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।