জীবন নদীর জোয়র -ভাটায় দোলে ঐতরী ,
ভয়নেই ভয়নেই , হে জীবন কান্ডারী !
কসে ধরো হাল, এ জীবন তরী ,
তুফান ,ঝড়ে যেন না টলে ঐ তরী !
দীর্ঘ পথ পার হতে হবে পারাবার ,
উথাল পাথাল ঢেউ দেয় যে আছাড় !
প্রাণ পনে হাল ধরো কর্ণধার ,
ভয়ঙ্কর ঝড় আসে দুর্নিবার !
ছিঁড়িয়াছে পাল ,দুলিতেছে তরী ,
হইওনা ভীত জীবন কান্ডারী  !
ভাঙুক না হাল ,ছিঁড়ুক না পাল ,
তবু খেয়া দাও ,বুঝে কালাকাল !


           *********


বিকেল -৫:২২ মিঃ , কলকাতা ,
১৮ /১০ /২০১৭ ,বুধবার !