গুমরি  গুমরি মন মরে সারাক্ষন ,
কেন যে মনেতে শান্তি নেই কি কারণ ।
যখন যা কর্তব্য করি সময় মতন ,
তবে কেন এতো শাস্তি পাই অকারণ ।
নিজের হৃদয়টুকু দিয়েছি উপাড়ি ,
জীবন সায়াহ্ন কালে তাই এই উপহারি ।
ভেবেছিনু ভবিষ্যৎ হবে সুখময় ,
এবে দেখি দুঃখময় জীবন সংশয় ।
হৃদয়ের গোপন ব্যথা রেখেছি গোপনে ,
ব্যথা সব হরন করে ঠাঁই  দিও শ্রীচরনে ।
সবই  আছে  কিছু নেই সংসার শূন্যময় ,
হতাশায় হাবুডুবু হলো বিষাদময় ।
বিষাদে ভরেছে জীবন ভাবি মনে মনে ,
আশা এসে চুপি চুপি কয়ে দিল কানে  ।
জীবন যতক্ষন আছে আশা আছে মনে ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত হিয়া নিবারি কেমনে ।


         ************
বেলা -১০ :০৭ মিনিট ।
০৫ / ০৩ / ২০২০ বৃহস্পতিবার  ।
কেরানিটোলা = মেদিনীপুর ।