হৃদয় মন্দিরে বসি কেগো তুমি, স্নেহময়ী জননী ?
চুপিসারে নীরবে আসি, মোর নিশি শিয়রে বসি,
কেগো তুমি, মোর সেই সূচিষ্মিতা গর্ভধারিনী ?
মোরঘুমঘোরে পাশে বসি, সোহাগে, স্বপনে আসি-
রাখিলে মোর মাথে হাত, কেগো তুমি, জন্মদাত্রী মাতা ?
মোর মুছাইয়ে আঁখিলোর, ললাটে দিলে চুমা , কেগো তুমি,
স্নেহময়ী মাতা নাকি জন্ম দাতা পিতা ?
শ্বেত শঙ্খ হাতে, আলতা পায়ে, কপোলে সিন্দুর বিন্দু, কেগো তুমি ?  
লাল পেড়ে শাড়ি, সিঁথিতে সিন্দুর রেখা, পিঠে এলোচুল,
কেগো তুমি? অধরে মধুর হাস, আঁখিকোনে স্নেহরাশ,
কেগো তুমি? তুমি কি মোরে পান করাইতে স্তন শুধাধার ?
স্ফীত ললাট, প্রসস্ত বক্ষ, সুঠাম দেহ, কেগো তুমি ?
তুমিই মোরে আদর করে, বক্ষে  জড়াইতে বার বার ?
মোর ঘুম ঘোরে আসি, স্বপনে শয্যা'পরে বসি,
মধুমাখা কত কথা আমারে সুধালে, কেগো তুমি ?
ঘুম ভেঙে চেয়ে দেখি, শয্যাপরে আমিই একাকি।
কেহ নেই মোর পাশে, আঁখি ঝাপসা হয়ে আসে,
মলয় মুখর যেন গৃহখানি, মধুর গন্ধে ভরে আছে ।
কে তুমি স্বপনে এলে,কত কথা ক'য়ে গেলে,
বুক ভরা ভালবেসে, বলিলে "বাছা ভাল থাকিস" ।
কেগো তুমি ? মোর স্বপনের সৌদামিনী, নাকি
মোর পরম দেবতা পিতা , নাকি  স্বর্গাদপি গরিয়সী মাতা ?
<<<<<<<<<<<>>>>>>>>>>