জন্মদাতৃ মা আমার মাতৃভূমি মা ,
তোমায় ছেড়ে যেতে আমার মনতো মানেনা ।
তুমি মাগো মিশেছো মোর দেহের সনে ,
তুমি মাগো  রয়েছো মোর মনে প্রাণে ।
হৃদয় সিংহাসনে তোমার আসন পেতেছি ,
ভক্তি চন্দন তুলসী  ফুলে তোমায় পূজেছি ।
রক্তে রন্ধ্রে রয়েছো মিশে আমার হৃদাকাশে ,
সোঁদা মাটির গন্ধ লাগে মনে এই বাতাসে ।
তোমার রঙে রাঙলো মাগো মুক্ত আকাশ বাতাস ,
তোমার শোভায় সাজলো মাগো মুক্ত নীলাকাশ ।
মাগো তোমার কোলে জন্ম নিলাম কতনা পুণ্য ফলে ।
মাতৃভূমির সমতুল হয়না মাগো কোথাও কোন কালে ।  
তুমি আমার সবার সেরা সবার বাড়া জন্মভূমি মা ,
মাগো রক্ত দিয়ে জীবন দিয়ে রাখবো মান তোমা ।
জন্মদাতৃ ,শান্তিদাতৃ ,শক্তিদাতৃ ,মুক্তিদাতৃ মা  ,
তোমার কোলে জন্ম নিয়ে  জনম সফল আমা ।
ওগো আমার জন্মদাতৃ জন্মভূমি বিশ্বময়ী মা ,
তোমায় ছেড়ে যেতে আমার মন যে সরে না ।
তোমায় মনে পড়ে মাগো যেথায় যখন থাকি ,
তুমি ছাড়া শূন্য হৃদয় লাগে বড় একাকী ।
জন্মদাতৃ মা আমার জন্মভূমি মা ........, ,
তোমায় বিনা কিছুই আমার ভালো যে লাগে না ।


   ************************
রাত্রি - ১০ : ৪০ মিনিট !
২৩ /১০ /২১ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !