জোছনা মেখে গায়ে ,
উঠলো ধরা নেয়ে ।
স্নীগ্ধ সমীরণ বায় ,
হরষিত উছলায় ।
চাঁদের জোছনা  গায় ,
যেন নটীনি নেচে যায় ।
আজকে সোহাগ রাতে,
থেকো  চাঁদের সাথে ।
কাল সকাল হলে ,
যেও প্রিয় চলে ।
সূর্যের ঘুম ভাঙলে ,
দিও তারে বলে ।
সারা দিবস ধরি ,
কাজ নেই তো তারি ।
সাঁঝের বেলা এলে ,
আবার যেও চলে  ।
জোছনাময় রজনী  ,
গায়ে মেখো সজনী  ।
জোজনাভরা স্নিগ্ধতায় ,
মুণি জনের মন হারায় ।


🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


রাত্রি - ৯ :৩৫ মিনিট ।
২৩ / ০৫ / ২০১৭ মঙ্গলবার ।
কোলকাতা ।