হিঙ্গল বনে হিজল তলে পাতার ফাঁকে জোনাই জ্বলে ,
ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধায় ভরিয়ে দিলে ।
পুকুর পাড়ে হিজল গাছে জোনাই জ্বালে বাতি ,
আকাশ পারে তারার মতো জ্বলছে সারারাতি  ।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে ঢেউ ,
তারারা সব জেগে থাকে আর না জাগে কেউ ।
চাঁদের আলো নদীর ঢেউয়ে করছে টলোমলো ,
ও জোনাকী পুকুর পাড়ে আলোর প্রদীপ জ্বালো ।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদমামা দেয় উঁকি ,
হিজল গাছে পাতার ফাঁকে আলো জ্বালে জোনাকী ।
মাধবী আর মালতীতে জাগছে সোহাগ রাতি ,
চাঁদের আলোর পরাগ মেখে করছে লুটোপুটি  ।
ও জোনাকী ও জোনাকী বাড়ী  তোমার কোথায় ?
নিশাকালে জ্বালাও আলো দিবায় থাক হেথা সেথায়।  
হিজল গাছের ফাঁকে ফাঁকে ঐ দেখা যায় আলো ,
জোনাকীরা জ্বালিয়ে আলো করছে ঝলোমলো  ।


           *****************
রাত্রি -৯:০০ টা ।
২৭/ ০৭ /২০২০ সোমবার ॥
কেরাণিটোলা = মেদিনীপুর ।