যুগে যুগে অবতার ,হে যুগের অবতার ,
যুগে যুগে অবতীর্ন ,হয়ে আস মানবাকার ।
বৈকুণ্ঠেতে নারায়ণ ,গোলকে গোলক পতি ,
শ্রীধামে শ্রীবাস তুমি ,কৈলাশে হর পার্বতী ।
একই দেহে রাম কৃষ্ণ , রামকৃষ্ণ ধরা ধামে ,
মনমোহিনী  সূত তুমি হও অনুকূল নামে ।
মথুরাধিপতি তুমি মা যশোদার ধন ,
রাধিকা জীবন তুমি দৈবকী নন্দন ।
দৈবকী গর্ভ জাত ,কংস কারাগারে ,
যোগমায়া রূপ ধরে ধ্বংসিলে কংসরে ।
নন্দের আগারে ধীরে ধীরে বড় হইলে ,
স্তন দুগ্ধ পান করে পূতনা রাক্ষসী বধিলে ।
তুমি মথুরায় কংস ধ্বংস ,লঙ্কায় রাবণ ,
দ্রৌপদীরে বস্ত্র দানে কৈলে লজ্জা নিবারন ।
পাপী তাপী উদ্ধারিতে নদীয়াতে আইলে ,
"জয় রাধা গোবিন্দ " নামে জগৎ মাতালে ।
বামন দেব রূপ ধরে ,রাজা বলির দর্প কর চূর্ন ,
সমুদ্র মন্থন কালে ,বিষ পানে "কণ্ঠ" নীল বর্ন ।
"গীতগোবিন্দ " রচনা কালে জয়দেব রূপ ধারন করিলে ,
"দেহি পদ পল্লব মুদারম্ " লিখে ,গীতগোবিন্দ সমাপ্তিলে ।


                      **************
সন্ধ্যা -৬./১৫ মিনিট,
৩১./০১/২০১৯ বৃহ্স্পতিবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর ।