হৃদয় মন্দিরে স্থাপি যুগল দেবতারে,
পূজিয়ে তাদের আমি ভক্তি উপাচারে।
মাতা পিতা দেবতা মোর ইহ জনমের,
পর জন্ম আছে কিনা জানা নেই ফের।
যাহাদের জন্য এই পৃথীবি দেখিনু,
কনামাত্র তাহাদের ঋন না শুধিনু।
মাতা-পিতা উপাস্য দেবতা মোর জীবনের,
বাঁধিয়াছি তাহাদের দিয়ে ভক্তি ডোর।
তাহাদের তুষিলে যেগো জগত তুষ্ট হয়,
মম মন মধ্যে শুধু এই বাঞ্ছা হয়।
যুগল মূর্তি এঁকেছি আমি, এমনো মন্দিরে,
তাহাদের বিহনে মোর হৃদয় বিদরে।
ভক্তি প্রেম ডোরে আমি বাঁধিলাম তাদেরে,
বিধাতা বুঝি বিমুখ হল, কেড়ে নিল যেরে।
যুগলে পুজিয়ে আমি হৃদয় মন্দিরে,
ভালবাসা, শ্রদ্ধা, ভক্তি , ষোড়শ প্রচারে।
আশীষ করিও তোমরা স্বরগ হইতে,
তোমা দুজনে যেন সদা, পারিগো পূজিতে।


          **********
১৭।০৫।২০১৭, কলকাতা  ৮ঃ৫০ রাত্রি