আমি কবি তুমি কবিতা
আমি পুবের দিগন্ত,তুমি সবিতা ।
আমি মেঘ ,তুমি মেঘমালা ,
ঐ রিমঝিম বরষাও বারিধারা ।
আমি মালাকার ,তুমি মালিকা ,
গাঁথি গোলাপ ,যুঁই আর যুথিকা ।
আমি গীত ,তুমি বিতান ,
আমি স্বরগম ,তুমি তান ।ইপ
আমি ছটা,তুমি চন্দ্রীমা ,
আমি চাঁদের গায়ের কালিমা ।
আমি রাগ ,তুমি রাগিনী ,
আমি প্রভাতে ভৈরব রাগিনী ।
আমি রাতের রজনীগন্ধা ,
তুমি সুরের অলকানন্দা ।
আমি রচি ছন্দে ছন্দে ,
তুমি নাচ মনেরি আনন্দে।
তুমি খাতা ,আমি কলম ,
তোমায় রচিব জনম জনম ।
তুমি আকাশ আমি তারা ,
আমি তোমাতে হইগো হারা ।
আমি শুক , তুমি সারি ,
দুটিতে মিলে খুনসুটি করি ।
তুমি সাগর ,আমি নদী ,
তোমাতে মিশে যাই নিরবধি ।
আমি কারিগর ,তুমি সোনা ।
আমি তোমা দিয়ে  গড়ি গহনা ।
তোমার রূপের কিবা মাধুরী ,
আমি থাকিগো জীবন ভরি ।


    ************
বিকেল -৪:00মিনিট ,
১৮/০৩/২০১৭ শনিবার ,
         ডেবরা ।