কবিরা সৌন্দর্য্যের পূজারী ,
অন্তরের গহীনে সৌন্দর্য্য খেলা করে । কবিতাকে কবিরা অপরূপা করে ,
অপরূপা , সুন্দরী , লাবণ্যময়ী ,সাজায় ।
কলমের ডগায় গহনা , শাড়ি ,
শব্দের অলংকারে সাজিয়ে তুলে কবিতা রানীকে ।
পরিয়ে দেয় ছন্দ , তালের হার ,
গলায় দূলে বর্ণের মালিকা ।
রূপসী , প্রাণবন্ত, করে তোলে ,
কবিতা কথা বলে কবির সাথে ।