একটি মেয়ে গ্রাম থেকে এসেছে শহরে ,
সে চেনেনা কলকাতার পথ,ঘাট,অলি,গলি,রাস্তা !
চেনেনা কোন জায়গা ,লোকজন ,বাস ,ট্রাম ,গাড়ী ,
সে কখনো আসেনি কলকাতা ,চেনেনি রাস্তা,পথ ,বাড়ী !
জানা নেই শহরের হাল ,চাল ,আদব-কায়দা ,
বোঝেনা কথার মার-প্যাঁচ ,কথা বলার ভদ্রতা !
অতি সহজ ,সরল ,গ্রাম্য কিশোরী বালিকা  ,
এসেছে কাজের সন্ধানে প্রতিবেশির সাথে কলকাতা !
তার এই বয়সে মা-বাবার কাছে হেসে-খেলে ,লেখা-পড়া করার ,
সে এসেছে সংসারের দায়িত্ব নিয়ে অজানা শহরে রোজগার করার জন্য !
কিভাবে কাজ খুঁজে নিতে হয় ,কিভাবেই বা করবে সে কাজের সন্ধান ,
এই বৃহৎ নগরী ,ভেবে ক্লান্ত শরীর ,দেহ প্রায় অবসন্ন !
কিন্তু কি ভাবে কাজের খোঁজ করবে সে ---
তার যে একটা কাজের ভীষণ প্রয়োজন আছে !
গ্রামের বাড়ীতে অনাহারে ,অর্দ্ধাহারে ,মা-বাবা ,ছোট ভাই ,
বাবা অসুস্থ ,মা রুগ্ন ,ভাই ছোট ,তাই একটা কাজ চাই !
তাদের চিকিৎসা ও খাবার, এই জন্য একটা কাজের প্রয়োজন বড় ,
সেতো বড় সন্তান ,মাথারয় যে তার দায়িত্ব বড় !


              ***********