ছোট থেকে শুনে এসেছি আজও শুনি -
                         রাধা কৃষ্ণের কথা !
রাধার পরেই কৃষ্ণের নাম আসে ও কৃষ্ণের নাম নিলে -
                           শ্রীরাধার নাম আসে !
কিন্তু কৃষ্ণের স্ত্রী ছিল রুক্মিণী,তবুও -
                             রাধা কৃষ্ণের নাম সবাই নেয় !
রাধার ভালোবাসা অপরিসীম ,
                       তবুও রাধা কলঙ্কিণী !
তবুও রাধার পরেই ,
                কৃষ্ণের নাম আসে !
আমি জানি তুমি আমার নও ,
               তবুও কেউ আমার কথা বললে ,
সেখানে তুমি থাক,আর  তোমার কথা বললে-
                      সবাই আমার কথাইবলে !
আমি জানি সবাই আমায় কলঙ্কিণী বলে -
                  তবুও আমার ভালোবাসাতো কমেনা !
খুব কষ্ট হয় ,তবুও তোমাকেই ভালবাসি -
                     তুমি যতই অন্যের হওনা কেন !
যতই দূরে থাকো তুমি -
                    আমি তোমাকেই ভালবাসবো !
আমি রাধা নই ,তবুও আমার ভালোবাসা -
                          মাপার ক্ষমতা তোমার নেই !


                     ***********
বেলা-৩:৩০মিনিট  ,
০৫ /০২ /২০১৮ সোমবার
       ডেবরা !