ঝড় উঠেছে বাউল বাতাস
            পূরবী রাগে ধরে  সুর ,
ঝম ঝম করে বৃষ্টি এলো যে
               বাজিয়ে জল নূপুর  ।
কালো মেঘ ভাসে আকাশের গায়
                উড়াইয়া এলো চুল ,
পাতার আড়ালে লুকায়ে বিহগ
              ঝড়ে উপাড়ে বৃক্ষমূল ।
গুরু গুরু মেঘ গরজিয়া ডাকে
               বিজুরী খেলিয়া যায় ,
পথের পথিক হারাইয়া পথ
                চমকিয়া  থমকায় ।
আঁধার ঘনায়ে এলো কালো মেঘ
             নিভে এলো বুঝি বেলা ,
বিকাল বেলায় রাত্রি নামিল
              প্রকৃতির একি খেলা  ।
অঝোর ধারায় বৃষ্টি নামিল
            মেঘেতে ঢাকা আকাশ ,
ঝড়ো তান্ডব উঠিছে মাতিয়া
             শন্ শন্ বহে বাতাস ।
কড়্ কড়্  রবে ডাকিতেছে দেওয়া
               হেথা সেথা পড়ে বাজ ,
গৃহস্থবৌ থমকে দাঁড়ায়
               ফেলিয়া হাতের কাজ ।
কাল বৈশাখী থামিল যখন
               দিনমণি আঁখি চায় ,
বিহগেরা সবে ব্যাস্ত হয়েছে
                 ফিরিতে নিজ কুলায়  ।


         *************
বিকাল -৩:০৬ মিনিট ।
২৫/০৪ / ২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।