বৈশাখ জৈষ্ঠ্যে খরা ,
আষাঢ় শ্রাবণ ঝরা  ।
ধরা পাগল পারা ,
এইতো কালের ধারা ।
ভাদ্র আশ্বিনে রৌদ্র ,জল ,
মানুষের দুর্ভোগ কেবল ।
এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ ,
রোদ মেঘ বৃষ্টির যোগ ।
কার্ত্তিক অঘ্রাণ মাসে ,
আমনের সুঘ্রাণ ভাসে ।
মাঠ ভরা সোনালী ধানে ,
নবান্নে আনন্দ আহ্বানে ।
পৌষ মাঘের মাসে শীতে ,
নলেন গুড়ের পায়েস পিঠে ।
পিঠে পুলি পিঠের দিনে ,আই
পৌষ  সংক্রান্তির পার্বনে ।
ফাল্গুন চৈত্র বসন্তের মাসে ,
রাঙা লাল শিমুল পলাশে ।
এলো হোলি খেলার দিন ,
রঙে রঙে হৃদয় হলো রঙীন।


*****************
দুপুর - ২ :৪৬ মিনিট ।
১৭ /০৭ /২১ বুধবার।।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর।