কালের গতি দুর্বার ,ভেসে যায় যুগ যুগান্তকাল ,
অতীত ক্ষীণ হয়ে মাথা ঠুকে মরে !
অতীত অবহেলিত বর্তমান কালের গতিতে ,
প্রবহমান গতি আর থামেনা ,বলে আমি স্রোতসিনী !
ফ্যাসন ,আধুনিকতা ,নিরলস অসংলগ্নতা ,মোথিত হচ্ছে মুহুর্তে ,
ভবিষ্যতে উঠে আসছে এক ভয়াবহ ,ভয়ংকর আধুনিকতা !
যখন এই আধুনিকতা মাণুষকে খুবলে খুবলে খাবে ,
কালের গতি অতীতকে গলা টিপে মেরে ফেলছে !
টের পায়না কোথায় কতটুকু ক্ষতি ঘটে চলেছে ,
বিষধর ফণী শত সহস্র ফণা তুলে এগিয়ে আসছে !
অত্যাধুনিকতার কবলে মাণুষ হাবুডুবু খাচ্ছে ,
ঘৃণা ,লজ্জা ,ভয় ,ভক্তি ,সম্পর্ক , ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে !
এসেছে মালিকানার লড়াই ,ক্ষমতার দখল ,
ধেয়ে আসছে কালনাগিনী স্বার্থপরতা !
কে ছোট ,কেইবা বড় -ছোটরা সবার উপরে ছড়ি ঘোরায় ,
আচার ,আচরণ ,ধর্ম-অধর্ম ,মাণুষ ত্যাগ করেছে !
ঠাকুর আজ পাথরে পরিনত হয়েছে ,
অন্তরের গভীর হ'তে বেরিয়ে আসছে রুদ্ধ ,চাপা ,আর্তনাদ !
"ত্রাহি মাম্ মধূসুদন ,ত্রাহি মাম্  জগৎপতি "
কিন্তু রক্ষার কোন পথ নেই ,নগ্ন ,ভয়াবহ ,আধুনিকতা !


           *****************
রাত্রি -৯ঃ০০টা ,
০৪/০৯/২০১৮ মঙ্গলবার ,
অলটেন - সুইজারল্যান্ড !