বয়ে চলেছে কালের গতি জনস্রোতে ,
শত সহস্র ফনা বিস্তারিয়ে লেলিহান  জিহ্বা -
প্রসারিয়ে ,ছোবল মারছে সমাজ মধ্যমণিকে ।
বিষে বিষে নীল হয়ে যাচ্ছে সমাজ ,
ঘুনধরা সমাজ কাঠামো কমজোরী হয়ে গেছে ।
সু-চেতনা মানুষের ধ্বংস হয়েছে ,
এসেছে বিকৃত চেতনা যা'ধ্বংসের দোর গড়ায়-
পৌঁছে দেবে ।নকল হয়েছে করায়ত্ব ,
সৎ মানবিকতা ,মনুষত্ব ,হয়েছে পরাজিত ।
কলুসিত সমাজ আজ উলঙ্গ ,মান -সম্ভ্রম ,
হারিয়ে আজ সৃষ্টির অন্তরালে নরকগামী ।
কাল হয়েছে মহাকাল ,সৃষ্টির উন্মোচনের আড়ালে
ধ্বংসের অবলোকন ,ভদ্রতার আড়ালে বিভৎসত মুখোস ।
যার করাল,বিকট দশন মনুষত্বকে -
খুবলে খুবলে গ্রাস করছে ,করছে ষনুষত্বহীন ।
মানবতাকে  পদলেহন ,সততাকে করেছে
নির্লুপ্ত ,ভ্রান্ত ।মিথ্যাচার আজ প্রতিষ্ঠিত ।
কালের গতি নিকৃষ্ট ,বৈমুখ ,উর্দ্ধগামী।
পরাজয় মেনেছে সৎ আর সতীত্ব ।নারী ধর্ষন,নারী পাচার ,
ভ্রূণ হত্যা ,শিশু হত্যা ,শিশু বিক্রয় ,কালের রেওয়াজ ।
পৃথিবী তথা সমাজ আজ অবক্ষয়ের মুখে,
নির্মমতার বাঁশরী বাজছে আজ সমাজের তমাল বনে ,
প্রভাবশালী কৃষ্ণরা বটপত্রে  ধ্বংসের খেলায় মেতেছে ।
কালের গতি সৃষ্টির দোর গড়ায় না ধ্বংসের -কাঠ গড়ায় !
কে দেবে উত্তর তার ?


        **********
দুপুর -.২:১৩ মিনিট ,
১৭/০১/২০১৯ বৃহস্পতিবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর ।