নামে কালী বরনও কলী ,
নাম তোর কে রাখলো কালী ।
তোর ঐ কাল বরন নিয়েই কালী ,
মহাকালের মন ভুলালী  ।
মা তুইও কালো আঁধার কালো ,
জ্বেলে দে মা জ্ঞানের আলো  ।
তোর চরণ পদ্মে কোটী আলো ,
ভোলা মহেশ তাই শব সাজিল ।
কালো নয় তোর রূপের ছটায় ,
চন্দ্র সূর্য ও হার মেনে যায় ।
মায়ে তোর পদমূলে রবি শশি ,
চরণপদ্ম পূজে দিবা নিশি  ।
ওমা দেমা তোর রাঙা চরণ ,
ভিক্ষা মাগে এই অভাজন ,
মাগো নিধুবনে হয়ে কালী ,
জটিলা কুটিলাকে রূপ দেখালি ।


*******************
সন্ধ্যা - ৫ : ৪৫ মিনিট ।
১৮ /০৯ / ২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।