কাত্যায়নী কালিকা তুমি নৃমুন্ডমালিনী ,
কীর্তিমতি দক্ষরাজ কন্যা তুমি ভীষণা ভামিনী ।
কি কারণে ভয়ঙ্করী রূপা হও মা জননী ,
অসুর দলনী কালী তুমি মা অশিব নাশিনী  ।
করুণা কর তুমি  মাগো কালিকে কৃপাময়ী ,
কালো রূপ নয় মাগো তোর কাঞ্চন বরনী  ।
কাঞ্চনা নাম মাগো তোর হাতেতে কঙ্কনা ,
কালোরূপ নয় মাগো তোর ওমা সবাসনা  ।
করালিনী কালী মাগো  কৈবল্যদায়িনী  ,
করাল বদনা ঘোরা  কালী কপালিনী ।
পূর্ণ ব্রহ্মময়ী তুমি মা ব্রহ্ম সনাতনী ,
পরমা প্রকৃতি তুমি মা সৃজন কারিনী ।
কোটিতে ঘুঙুর পরে মা হয়েছো কিঙ্কিণী ,
শঙ্কর কপালে ধরে তাই নাম কপালিনী ।
কপাল মালিকা তাই কপাল মহাকালী ,
কার্ত্তিকে কালীকে গো মা তুই কৃষ্ণ বরনী ।
তোর এক হাতেতে অভয়মুদ্রা অপর হাতে খড়্গ ,
অন্য হাতে বর দানিস মা আর হাতে কাটা মুন্ড ।
অপার মহিমা তোমার্  কেউ না বুঝিতে পারে ,
যখন যারে ইচ্ছা কর হয় তরাও  নয় নেযাও পারে ।

        ************************
দুপুর - ১২ :: ৩৮ মিনিট !
০৩ /১১ / ২১ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !