এসেছে  এসেছে  এসেছে  কালীপূজা ,
চতুর্দিকে  রোশনাই  ,সবে  পূজে চতুর্ভূজা  ।
অশিব নাশিনী কালী ,ভজ কালী ,বল কালী ,
মনে সদা ভাব কালী,দাও ষড়রিপু বলি।
কার্তিকে কালীকা পূজা অমা করে  দূর
পূজো মা তারিণী ,মনের অমা হবে  দূর ।
অসুর দলনী মাতা অরি বিনাশিনী ,
রক্ত  বীজ বিনাশিনী ,দানব সংহারিনী ।


দানব দলনী হয়ে উন্মাদিনী ,আর কি দানব রহিবে বঙ্গে ,
আয় রে আয়  ছুটে  ,সর্বধর্ম জাতি ভাই, ভাতৃ বরন করি জড়িয়ে অঙ্গে ।


ভিন্নি ভেদ নহে মোরা একই মায়ের সন্তান ,
জাত পাত নেই মোদের ,নেই কোন ব্যবধান ।
আজি মাতৃপূজা করি সবে জবা বিল্বদলে ,
মায়ের আশীষ মোরা নেব শিরে তুলে ।

অমাতে   পূজি মোরা জগৎজননী অম্বিকে ,
দ্বিতীয়াতে ভাইএর কপালে  ফোঁটা চন্দনের তিলকে ।
এঁকে ফোঁটা ভাইএর ,মঙ্গল যাচে বোনেরা সকলে ,
ভাইএরা প্রার্থনা করে , সুখে থাক বোনেরা  চিরকালে ।


মার আগমন হেতু ধন-ধান্যে ,পুষ্পে -পর্নে ,পূর্ণ বসুন্ধরা ,
মা'র আশীষে  দূর হোক  দ্বেষ ,হিংসা ,রোগ ,শোক ,জ্বরা ।


তুবড়িবাজি ,  তারাবাতি , রসবাতি ,আরো কত বাতি যে ,
আলোয় আলোর ছটা ,কালো মেয়ের রূপের ছটায় ভূবন ভরেছে ।


                   🍁🍀🌹🌷🌸🌺🌻🌼🌷🍀🍁


সন্ধ্যা -- 5:52  মিনিট ,
27 /10 /2018 শনিবার ,
কেরাণীটোলা --- মেদিনীপুর ।