কাল মেঘের ফাঁকে ,নীল সীমানার বাঁকে ,
সুযোগ পেলেই সূর্য্যি মামা উঁকি দিয়ে দেখে ¡
সূর্য্য সোনা আলো ,খোকা খুকু খেল ,
সূর্য্য সোনা গায়ে মেখে চনমনে মন হলো ¡


কোথা হতে কাল মেঘ ছুটে ছুটে আসে ,
সূর্য্যি মামার সোনা রোদ উঠে হেসে হেসে ¡
মেঘেরা শ্রাবণে  খেলে সারা দেশময় ,,
সূর্য্যি মামা মেঘের সাথে কেমন করে রয় ¡


মেঘেদের আগমন ধারা শ্রাবণে  ,
সূয্যি মামা তাদের বলো থামাবে কেমনে  ?
রশি ছাড়া ,লাগাম ছাড়া ,মেঘের বাহিনী ,
দেশময় দাপিয়ে বেড়ায় ,যেন  সেনানী ¡


এখন তাদের দেশজুড়ে একার অধিকার ,
তাইতো তারা ভেসে বেড়ায় করে একাকার ¡
কাল মেঘ ভাসে যেন লাগাম হীন ঘোড়া ,
বরুণ দেব করেছেন তাদের ,লাগাম ছাড়া ¡


শ্রাবণ শেষে যাবে তারা ,যাবে ঘরে ফিরে ,
সারা বছর আর যে তারা আসবে নাকো ঘুরে ¡
বছর ধরে আরাম করে সাজবে তারা আরো ,
বছর পরে এমন দিনে  তারা  ভাসবে আবারো ¡


                 ************
সকাল -৯:৩২ মিনিট
২৯/০৭/ ২০১৮ রবিবার ।
      ডেবরা ।