কান্ডারী তুমি হুঁশিয়ার়, আজ ধরিয়াছ এই হাল,
যাত্রী খেয়ার লাগিয়াই তুমি, খুলিয়াছ এই হাল ।
বজ্রমুঠিতে ধরো হালখানি, ছিঁড়িতে দিওনা পাল,
তোমরা মা 'এর দামাল ছেলে, কষে ধরো এই হাল ।
দুর্বিত্তদের মিথ্যে ভয়ে, তোমরা পিছু হটবে না,
মৃত্যুঞ্জয়ী মা'র সন্তান, মৃত্যুকে আর ডরবে না ।
বিপ্লবী যারা,শহীদ হইয়া, বাঁচিয়া রয়েছে মনে,
স্বর্নাক্ষরে ইতিহাসে নাম থাকবে ভারত ভূমে ।
বিপ্লবী মা'র বীর সন্তান, ধরিলে জীবন বাজি,
মা'র শৃঙ্খল মুক্ত করিবে, জীবন দিয়েও আজি ।
সৈনিক তুমি, বীর সন্তান, অস্ত্র তুলেছো  হাতে,
ভারত গরিমা রক্ষা করিতে, ধরিয়াছ হাতে হাতে ।
'জয়হিন্দ' ধ্বনি তুলিয়া বাতাসে, উন্নত করি শির,
'বন্দেমাতরম্' মন্ত্রে  দিক্ষা ,লইয়াছ হে বীর ।
ভারতমাতার বীর সন্তান, জীবন করেছো পণ,
কান্ডারী আজি ধরিয়াছ হাল, মাতৃমুক্তি পণ ।
****************
২৮.০৮.২০১২, মঙ্গলবার, বিকাল ৪:০০টা, কোলকাতা