আজ করোনা সারাবিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ,
ছড়াচ্ছে মারন রোগ মহামারী আকারে ।
বিশ্ব চরাচর সন্ত্রাসে ভীত সন্ত্রস্ত ।
সরকার জমায়েৎ ,ভীড় ,মিটিং মিছিল ,
সাত জনের বেশী একসাথে থাকা বন্ধ করেছেন ।
সারা ভারতবর্ষ লকডাউন প্রধান মন্ত্রী বলবৎ করেছেন ,
২২শে মার্চ২০২০ রবিবার সকাল ৭টা থেকে রাত্রি
৯ টা পর্যন্ত "জনতা কার্ফূ " ঘোষনা করলেন ।
২৩শে মার্চ ২০২০ সোমবার থেকে ১৪ই এপ্রিল ২০২০
মঙ্গলবার পর্যন্ত লকডাউন বলবৎ আছে ।
বর্তমানে দেশের অবস্থা শুনশান ।
রাস্তা পথগুলি ক্লান্ত নিশ্চুপ হয়ে নাগীনির মত
পড়ে রয়েছে ফনা এলিয়ে ।
বৃক্ষাদি লতা পাতা নিস্তব্ধ অসহায় দৃষ্টিতে
ডাল পালা নেড়ে তাদের অসহায়ের কথা
জানান দিচ্ছে ।
পাখীরা তাদের কহুকলতান ভুলে গেছে ,
ভুলে গেছে শিস্ দিতে,বাকরূদ্ধ পক্ষীকুল ।
রাস্তার দুপাশে বাড়ীগুলি মাথা তুলে দাঁড়িয়ে
নিরব দর্শক ,
জন কল্লোলিত মূখর শহর ,শহরতলী,গ্রাম,গঞ্জ ,
সব নিস্তব্ধ ।
সকলে আজ গৃহবন্দী ,জনস্রোতে ভাটা পড়েছে ,
ছন্দপতন ঘটেছে দৈনন্দিন জীবনে ।
শিশুরাও খেলাধুলা ভুলে গৃহবন্দী ঘরে যেমন খাঁচার মধ্যে , তাদেরকে
আটকে রাখা হয়েছে ,বিমর্ষ শিশুরা ।
পদে পদে বাধা নিষেধের বেড়াজ্বালের নির্দ্দেশিকা ,
চোখের সামনে ভাসছে মৃত্যুর পরোয়ানা ।
এপ্রান্ত হতে ওপ্রান্ত সারা বিশ্ব দাপিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ।
মারন রোগ মহামারী আকারে করোনা দেখা দিয়েছে ।
সারা বিশ্বে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৮৮৮৭ জন ।
**************************
বেলা - ১২:৪৫ মিনিট ।
২৪/০৩/২০২০ মঙ্গলবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।
৮০০ তমের অভিনন্দন রইলো,
সময়োপযোগী
বেশ লিখলে।
ভালো লাগলো।
ভালো থাকো ।
৮০০ তম কবিতার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবিকে।
সুন্দর কবিতাটি, বাস্তব তথ্যে ভরপুর।ভালোলাগা রইল একরাশ।শুভকামনা।
৮০০ তম কবিতাকে জানাই রক্তিম অভিনন্দন। খুবই সময়োপোযোগী ভাবনা। আমারা করবো জয়। শুভ কামনা প্রিয় কবি বন্ধু
চমৎকার বাস্তবিক কবিতা... শুভ কামনা রইল
বাস্তবতার প্রকাশ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভেচ্ছা রইল
সচেতনমূলক লেখা।আপনার লেখায় অনেক কিছু জানতে পারলাম।সাবধানে থাকবেন।
সুস্থ থাকুন কবি।
তথ্য বহুল অসাধারণ সচেতন মূলক লেখা।অনেক কিছু জানতে পারলাম।খুব সুন্দর।অসংখ্য শুভকামনা জানালাম।ভাল থাকবেন সবসময়ই।
ভালো থাকবেন কবি। সকলকে সচেতন রাখুন। খুব ভালো থাকুন।
এমন দুঃখের দিনে প্রভুই সব প্রিয় কবি। দারুণ গাঁথুনি!
সাত নয় দুজনের আলাপেই বারতা
ছটফটে মন নিয়ে বেরিয়েছি ঘুরে
অনেকদিন হয়নি কথা ।
অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
৮০০তম প্রয়াসে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন সব সময়।
৮০০ তম কবিতার অভিনন্দন আর ভালোবাসা দিলাম তোমাকে দিদি। 🍀🍀
ভালো থেকো সদাই।
৮০০ তম প্রয়াসে প্রিয় কবিকে জানাই অভিনন্দন।
বিস্ময় এসে বিস্মিত করলো গ্রহবাসীকে!
আজ আমরা অন্য এক পৃথিবীর
বাসিন্দা হয়ে বেঁচে আছি।
জানি না এর পর কি!
সুন্দর কাব্য ভাবনায় মুগ্ধ হলাম্,
শুভ কামনা রইল।
চমৎকার ভাবনার প্রকাশ। ধন্যবাদ প্রিয় কবি।
করোনার মরণ ছোবল ও সারা বিশ্বে
মানুষের অসহায়ত্ব করুণ ভাবে
ফু্টে উঠেছে । সঠিক অনুভূ্তির প্রকাশ ।
নিরন্তর শু্ভেচছা , ভালোলাগা ও শু্ভকামনা প্রিয় কবি
ভাল থাকবেন, সাবধা্নে থাকবেন ।
আটশত কবিতা প্রকাশে অভিনন্দন। তথ্য সমৃদ্ধ
রচনায় মোহিত হলাম। শুভেচ্ছা অনন্ত।
৮০০ তমে অনবদ্য প্রকাশ ।অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রিয় কবিকে ।
সর্বপ্রথম ৮00 তম কাব্যের জন্য জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব নিবেদন
ঘরে থাকুন সুস্থ থাকুন।
কোন আতঙ্ক নয়,,
অসাধারণ ভাবনা ছোঁয়ায় অনন্য উপস্থাপন,
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
সাবধানে থাকবেন,
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ববাসী স্তম্ভিত আতঙ্কিত উদ্বিগ্ন।আজ মানুষ চার দেওয়ালে বন্দী।তবু আশঙ্কা থেকে যায়।কে যে কখন সংক্রমিত হয়।
অনন্য সচেতনতা মূলক কাব্যে অভিভূত হলাম।
**৮০০ তম কবিতা প্রকাশের অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
সুন্দর ভাবনা
'করোনা' নিয়ে আতঙ্ক নয়।
সতর্ক থাকুন। নিরোগ থাকুন।
ভালো থাকুন সব সময়।
দারুণ পরিবেশনা ...ভালো থাকুন কবি ।
শব্দ জালে পা জড়িয়ে যায়
তবু একা একা পথ চলতে চাই
গলা টিপে ধরে একরাশ শূন্যতায়
ভালো থাকতে সব মেনে নিতে হয় ।
রক্তিম শুভেচ্ছা ।
বিরহের কাব্য ।
খুবিই সুন্দর প্রাকাশ ।
শু্ভেচ্ছা ও শু্ভকামনা সতত প্রিয় কবি ।
আজকের সুন্দর কাব্যটি বর্তমান ঘটনার উপর ইতিহাস হয়ে রইল ।
৮০০-তম কাব্য ভাণ্ডারকে শতশত অভিনন্দন জানাই ।
অশেষ শুভেচ্ছা প্রিয়কবি । ভাল থাকুন সদা ।
চমৎকার
ঘরে বসে বসে আর ভালো লাগছে না, বাইরে গেলেও পুলিশের ভয়। তাই কবিতাও ভালো লাগছে না প্রিয় কবি। কি যে হবে, ভাবি তাই। দারুন সুন্দর প্রকাশ। হার্দিক শুভকামনা রইল।