আজ করোনা সারাবিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ,
ছড়াচ্ছে মারন রোগ মহামারী আকারে ।
বিশ্ব চরাচর সন্ত্রাসে  ভীত সন্ত্রস্ত ।
সরকার জমায়েৎ ,ভীড় ,মিটিং মিছিল ,
সাত জনের বেশী একসাথে থাকা বন্ধ করেছেন ।
সারা ভারতবর্ষ লকডাউন প্রধান মন্ত্রী বলবৎ করেছেন ,
২২শে মার্চ২০২০ রবিবার সকাল ৭টা থেকে রাত্রি
৯ টা পর্যন্ত "জনতা কার্ফূ " ঘোষনা করলেন ।
২৩শে মার্চ ২০২০ সোমবার থেকে ১৪ই এপ্রিল ২০২০
মঙ্গলবার পর্যন্ত লকডাউন বলবৎ আছে ।


বর্তমানে দেশের অবস্থা শুনশান ।
রাস্তা পথগুলি ক্লান্ত নিশ্চুপ হয়ে  নাগীনির মত
পড়ে রয়েছে ফনা এলিয়ে ।
বৃক্ষাদি লতা পাতা নিস্তব্ধ অসহায় দৃষ্টিতে
ডাল পালা নেড়ে তাদের অসহায়ের কথা
জানান দিচ্ছে ।
পাখীরা তাদের কহুকলতান ভুলে গেছে  ,
ভুলে গেছে শিস্ দিতে,বাকরূদ্ধ পক্ষীকুল ।
রাস্তার দুপাশে বাড়ীগুলি মাথা তুলে দাঁড়িয়ে
নিরব দর্শক ,
জন কল্লোলিত মূখর শহর ,শহরতলী,গ্রাম,গঞ্জ ,
সব নিস্তব্ধ ।
সকলে আজ গৃহবন্দী ,জনস্রোতে ভাটা পড়েছে ,
ছন্দপতন ঘটেছে দৈনন্দিন জীবনে ।
শিশুরাও খেলাধুলা ভুলে গৃহবন্দী ঘরে যেমন খাঁচার মধ্যে , তাদেরকে
আটকে রাখা হয়েছে ,বিমর্ষ শিশুরা ।
পদে পদে বাধা নিষেধের বেড়াজ্বালের নির্দ্দেশিকা ,
চোখের সামনে ভাসছে মৃত্যুর পরোয়ানা ।
এপ্রান্ত হতে ওপ্রান্ত সারা বিশ্ব দাপিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ।
মারন রোগ মহামারী আকারে করোনা দেখা দিয়েছে ।
সারা বিশ্বে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৮৮৮৭ জন ।


**************************
বেলা - ১২:৪৫ মিনিট  ।
২৪/০৩/২০২০ মঙ্গলবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।