বিদ্যেবতী, সরস্বতী, দাও মাগো একটু ভক্তি,
একটু দয়া কর মাগো, হয় যেন সুমতি, ভক্তি ।
কর্তব্য, জ্ঞান, বিবেক, বুদ্ধি সবার যেন  হয় ,
এই প্রার্থনা আমার মাগো, তোমার কাছে সদা রয় ।
বিদ্যে দাও, বুদ্ধি দাও, দাও বিবেক, কর্তব্য,
তুমি ছাড়া ধরা 'পরে মানব জাতি অথর্ব্য ।
পুঁথি পড়ে যদি কাহারো জ্ঞান নাহি হয় ,
পুঁথিগত বিদ্যার কোনো মূল্য নাহি রয় ।
তুমি যদি জ্ঞান নাহি দাও এ মানবে,
চক্ষু থাকিতে অন্ধ তারা, চিরদিন রবে ।
দয়া, মায়া, শ্রদ্ধা, ভক্তি,  কর্তব্য, দায়িত্ব ,
স্নেহ, ভালবাসা, জ্ঞান আর মানবত্ব ।
মাগো। তুমি অন্ধজনে দে'ছ  আলো, বুলি দে'ছ মূকে,
স্নেহ, প্রেম , ভালবাসা , সবই দে'ছ বুকে ।
কন্ঠে দে'ছ মাগো তুমি সাবলীল সুর ,
কন্ঠে বাঁধা সপ্তসুর, তাই এতো মধুর ।
তাইতো বাগদেবী তুমি  ধরাতে বিদিত ,
বীনা,পুস্তক হস্তে তব, অতি শুশোভিত ।
শ্বেতাম্বরা -ধরা-নিত্যা, তোমায় প্রণমি ,
তব পদে মতি, ভক্তি , থাকে চিরদিনই ।
শ্রদ্ধা-ভক্তি, জ্ঞান- বুদ্ধি,  তোমারই দান,
দানিও আশীষ মাগো, সবা'পরে সমান ।
ছোট-বড়, গুরুজন, ষে স্থানে যেমনি ,
শ্রদ্ধা-ভক্তি, ভালবাসা, দিতে পারি আমি ।
গুরুজনে ভক্তি আর ছোটদের স্নেহ ,
তোমার আশীষ মাগো হয় যেন পাথেয় ।  
  >>>>>>°••°<<<<<<