মায়ের মত কেবা আছে
           দুনিয়ায় আমার ,
মাযে আমার মনের কথা
            আগে বুঝে সবার ।
মাযে আমার বড় রে ভাই
                  স্বর্গ  হইতে ,
মায়ের মত কে আর আছে
                   এই মহীতে ।
মাযে আমার সুখের বাতি
            আঁধার ঘরের আলো ,
মা ছাড়া কেউ বোঝেনা
             আমার মন্দ ভালো ।
মুখটি দেখে দুঃখটি বোঝে
              সেযে আমার মা ,
মা ছাড়া আর মনের ব্যাথা
              কেউতো বোঝেনা ।
রোগ শয্যায় যখন থাকি
              জেগে থাকেন মা ,
দিবানিশি শিয়রে বসে
               থাকেন আমার মা ।
আদর করে সোহাগ ভরে
              কপালে দেন চুমো ,
সোহাগে হাথ রেখে মাথে
              বলেন সোনা ঘুমো ।
হাসি মুখ দেখলে মায়ের
                দূরে যায় যে দুঃখ ,
যে  হাসি মুখ দেখলে পরে
                আনন্দে ভরে বুক ।


কত কষ্ট করে মা
       জঠরে করেন ধারন ,
দশমাস দশদিন পরে
             দিলেন আমায় জনম ।
পলে পলে পিপাসায়
             শুকাইত বুক ,
স্তনক্ষীরধার পানে
         মিটাইতেন ক্ষুধা টুক ।
মায়ের একধারা দুধের ঋণ
              শুধিতে না পারে ,
কত কষ্টে বড়, মা
             করিলেন আমারে ।


           🌴🌺🌾🌴🌺🌾🌴🌺🌾
রাত্রি - ৯:৩০ মিনিট ॥
০৯ / ১১ /২০১৯ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।