ভালোই তো ছিলাম মোরা হয়ে বাঙালী ,
অপরকে নকল করে হলাম কাঙালী !
দেশের মাটির ফুল ,ফল আর অন্ন জল ,
সব কিছুই আজ যেন হতেছে নকল !
পরিমান না বুঝে সার ,বাগানে ছড়ানু ,
ফলে ,ফুলে ভরা বৃক্ষ ,লতা ,পাতা কাটিল কীটানু !
যত্ন  করে সাজাইনু ছোট্ট এক বাগান ,
ফলে ,ফুলে ভরে উঠে সেই  সে বাগান !
কালকূট সম (কূট বুদ্ধি )কীট পশিল বাগানে ,
ফল ,ফুল ক্রমে ক্রমে কাটে কীট দংশনে !
কীটের কবলে উদ্যান (সংসার ) হয় ছারখার ,
বুঝিবা যত ফল ফুল  (মানুষকে ) দংশিবে এবার !
সাজানো বাগান (সংসার ) মোর রক্ষিব কেমনে ,
হিংস্র সম তীব্র কীট  ঢালে বিষ সেখানে !
পঙ্কেতে কমল ফোটে অতীব সুন্দর ,
মৃণালের কাঁটা বিঁধে সদা নিরন্তর  !
কীট ,উই আর ইঁদুর এই  তিনই সমান ,
তিলে তিলে কেটে  করে ছারখার  ,এই তার বিধান !


                    *********
সন্ধ্যা - ৬:০০ টা ,অলটেন (সুইজারল্যান্ড )
০৭ /১০ /২০১৩  সোমবার !