নীল নবঘনে আষাঢ় গগনে একফোঁটা মেঘ নাহি রে ,
ওরে রোদ্দুরে আজ বেরোসনেরে তোরা বেরোসনে ঘরের বাহির ।


আষাঢ় আকাশে ধূপ রোদ্দুর ,
মাঠে নেই জল তাপ ভরপুর ।
চাষীরা মাঠেতে না পারে রুইতে ধান ,
রৌদ্রে জমির মাটি ফেটে হয় খান খান ।


গরমে ঘর্মাক্ত দেহ পিয়াসে বুক ফাটে  ,
রৌদ্র দগ্ধ জনজীবন গরমে বিপন্ন বটে ।
খাল , বিল ,নদী, ক্ষেত,সাগর,পারাবার ,
আষাঢ়ের আকাশে নেই মেঘের সম্ভার ।


গরমেতে ধুঁকছে কুকুর ,গরু ,মহিষ ,শৃগাল ,
জলাশয়ে নেই জল মরে মাছ রুই,কাতলা ,মৃগেল ।
গাছেতে নেই ফুল ফল ,মাটি ফাটা ফাটা ,
আষাঢ়ের আকাশে শূন্য মেঘ , মেঘের নেই ঘনঘটা ।


সবুজের নেই সমাগম,সবুজে ধরেছে হলুদ বরন ,
সবুজ বনানী আজ ক্লান্ত ,নেই উচ্ছ্বাসের সবুজ রঙ ।
গরমেতে হাঁসফাঁস ,পড়িতেছে দীর্ঘশ্বাস ,
এই বুঝি প্রাণ যায়  যায়  ,জীবন হয় নাশ ।


         🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


বেলা - ১০:৩০ মিনিট ।
২৭ /০৬ /২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।