আজ হোলী খেলবো শ্যাম তোমার সনে ,
ব্রজ ছাড়ি  এসেছি তাই যমুনা পুলিনে  ।
দেখো হরি সনে খেলে হোলী আজি ব্রজনারী ,
রঙে রঙে ভিজিল তাদের অঙ্গের শাড়ী ।
রঙে রঙে ভিজাইল রাধার নীল শাড়ী ,
রাধা অঙ্গে পিচকারী মারিছে শ্যাম গিরিধারী ।
হরি খেলিছে হোলী ব্রজগোপী সঙ্গে ,
হরি খেলিছে হোরী কতনা রঙ্গে ।
মধ্যে রেখে গিরিধারী ঘিরিয়া গোপনারী ,
হরি খেলিছে হোরী বামে লয়ে রাধাপ্যারী ।
ব্রজবালা সাথে খেলে হোলী নন্দলালা ,
আবীরে রঙে ভিজে হলো রাঙা গোপবালা ।


ছিঃ ছিঃ রঙ দিওনা শ্যাম রঙ দিওনা আমারে ,
কুলের কুলবধূ আমি কিকরে বলো যাই ঘরে ।
শ্বাশুড়ী ননদী ঘরে দেবে গুরু  গঞ্জনা  ,
আয়ান ঘরনী আমি তারে দেবে কূমন্ত্রণা ।
ছাড়ো ছাড়ো শ্যাম বেলা বয়ে যায় ,
কুলের কুল বধূ আমি ঘরে ফিরে যাই  ।


   *******************
সন্ধ্যা - ৭:৩০ মিনিট ।
০৯ /০৩ / ২০২০ সোমবার ।
কোলকাতা ।