তাক ধিনাধিনধিন ,এলো খুশির দিন ,
শিবম সোনার জন্ম আজি মন হল রঙিন !
এলো শিবম সোনা ঘরে আনন্দ ধরে না ,
মিলন সোনার সঙ্গে আমার খেলবে শিবম সোনা !


ত্বেরই   নভেম্বর এমন দিনে
জন্মিল সে  শুভ দিনে  শুভ ক্ষনে ,
হিমেল হিমেল হিমেল দিনে ,
ভোর রাত্রে সুইজারল্যান্ডের অল্টেনে  !


ঘর করে আলো শিবম সোনা এলো ,
কি যে লাগে ভালো যেন সবই ঝলমল !
সোনার জন্ম দিনে আমি আর কিছুই চাহিনে ,
ভালো থাকিস হাসি খুশি থাকিস সারা জীবনে !


দুই হাজার  একুশের নভেম্বর
চতুর্থ বর্ষ শিবম  সোনার !
দুরন্ত আমার সোনা দৌড়ে ঘরে বাহিরে ,
আমায় বলে কত কথা বিজ্ঞের মত যেরে  !
কত করে আনাগোনা  খেলা ধুলার বাহানা ,
বাহারি কত নকশা কাটা তার যত খেলনা !


তোর জন্মদিনে আর কিছু চাহিনে ,
থাকিস ভালো সুস্থ থাকিস সারাটি জীবনে !
ওগো প্রভু  দয়াময় আশীষ কর সোনার শিরোপর ,
বড় হয়ে মানুষ হয়ে সুখে থাক জীবন ভোর !


***********************
বেলা -১০ :১০ মিনিট
0৯ /১১ /২১ মঙ্গল বার !
রবীন্দ্রনগর  = মেদিনীপুর !