দিনের সূর্য্য তোরা আমার সাঁঝের ধ্রুবতারা ,
রাতের চন্দ্র তোরা আমার ভোরের শুকতারা !
তোরা আমার স্বপ্ন ওরে তোরা আমার আশা ,
মনের মাঝে কল্পনা যে ,তোরা মুখের ভাষা !
তোদের ঘিরে বুকের মাঝে কত বেঁধেছে বাসা ,
যন্ত্রনায় নিরাময় তোরা যে মোর ,জীবনের প্রত্যাশা !
খেলাঘরে খেলেছি যে মনের মতন ,
বড়করে করব মানুষ ,দেশের একজন !
অন্তর্যামী দয়াল বুঝি জেনেছিলেন মনে ,
মোর "ক্ষুদ্র আশা '' টুকু শুনে সঙ্গোপনে  !
পরম দেবতা মোর এই ভাবি ক্ষণে  ,
অভাগিনীর "ক্ষুদ্র আশা '' পুরাবে এতোদিনে !
কতলোকে কতবলে ,উপহাস হাসে ,
সে সব কথা শেল সম ,বুকে মম ভাসে !
ক্রোধান্নীত জেষ্ঠ্য মাতুল বলে ,বাইক মুছ আগে ,
মুছিলে বাইক তবে ,চড়িবি বাইকে !
তৃতিয় মাতুল বাক্য ,বাইক কিনলে তবে ,
পিতা কিনলে  বাইক ,তবেতো চড়িবে ?
মাতুলেরা ভাবিত মনে মনে ,পিতার ক্ষুদ্র আয় ,
সামান্য রোজগার ভিন্ন নেই কোন উপায় !
শিশুর সরল মনে নিঠুর উপহাস ,
বুকে মোর  বজ্র সম হানিত যে "বাজ " !
কনিষ্ঠ মাতুল কহে ,নহে দুইচাকা ,
পিতা ওর কিনে দেবে গাড়ী চার চাকা !
কংস সম মাতুল সব ,ধংস হবার তরে ,
বিদ্রুপের হাসি ,তাই হাসিত অকাতরে !
স্কুটি  শুধু একমাত্র ছিল তাদের "ধন ",
অহংকারে ,দর্পভরে ,চিনিলনা "অমূল্য রতন " !
ভগবান নিজ দর্প নিজে চূর্ন করি ,
সহিল না সেই দর্প ,চূর্ন করি দিল "হরি " !
একান্তে বসিয়া তাই ভেবেছিনু মনে ,
কেমনে করিব "মানুষ " আমার সন্তানে !
"ক্ষুদ্র আশায় "বুক বেঁধে,"বঞ্চনা" সহিয়া ,                                                        
  নিরবে কেঁদেছি কত একাকী বসিয়া !
প্রার্থনা করেছি কত "ওগো দয়াময় হরি ,
বুকে মোর বল দাও ,সাহস দাও,শক্তি দাও ভরি !
কর গো করুণা প্রভু ,তব আশিষ বারি ,
সন্তানে আমার যেন মানুষ করিতে পারি " !
    দয়াময় হরি বুঝি বিশ্ব ভূবনে ,
   "বড় " করি দিলেন মোর এতিন  রতনে !
তাই আজি আনন্দে ,গৌরবে ,মম বক্ষ যায় ভরে ,
"কৃপাময়ের  কৃপা "ছাড়া ,নেই কিছু সংসারে !
  ছোট বড় কত কথা ,আমি পাশরি কেমনে ,
" ওহে গিরিধারী " তুমি ছাড়া কিছু নেইএ ভূবনে !
    আশীর্বাদ কর গো প্রভু ,তুমি তাদের মাথে ,
    স্নেহের দুলাল মোর যেন থাকে দুধে ,ভাতে !!


                    ************


২৭ /০৯ /২০১১ ,মঙ্গলবার ,
বসন্তপুর !