তপ্ত হাওয়া রৌদ্র ছাওয়া
              নেই শীতলের ছাপ ,
দিন রাত্রি বইছে হাওয়া
              বাড়ছে 'লু'এর প্রভাব  ।


নিত্য দিনে বাড়ছে তাপ
             জীবন রাখা দায় ,
গরম থেকে বাঁচবে জীবন
                কি আছে উপায় ।


নাইকো ঝড় নাই বৃষ্টি
            ঘটছে যত অনাসৃষ্টি ,
কবে ভাসবে সৃষ্টি
             কবে স্রষ্টার পড়বে সুদৃষ্টি।


নাই ঝড় নাই ঝঞ্ঝা
             ঘরে ঘরে রোগের ডঙ্কা ,
বৃষ্টির নাই সঙ্গা
          ভয় শুধুই মৃত্যুর আশঙ্কা ।


তাপের রাজা দিচ্ছে সাজা
                  তপ্ত তপন বলছে আজা ,
প্রকৃতি রানী অভিমানী
               বলে মেঘরাজ দেখনা মজা ।


বাইরে ভালো ভিতরে কালো
             বাইরে সন্ন্যাসী বুলি আওড়ালো ,
ভালো মানুষের ভেক দেখিয়ে
              অন্ধ মনের ভেতর ছুরি শানালো ।


     ***************************
বিকাল - ৩ : ৪৮  মিনিট !
০৭ /০৬ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !