( বর্তমান অধিকাংশ ছেলেদের চরিত্র )


ভীতু ছেলের দল ,
বৌ হোল সম্বল ।
বৌকে ভয় পেয়ে ,
থাকে শুধু চেয়ে ।


বৌ বলে 'ছেলে ধর ',
সে ভয়ে কাঁপে থর থর ।
বলে 'ধরছি ,ধরছি ',
রাগ কোরনা লক্ষ্মীটি ।


তোমার শরীর খারাপ হলে ,
আমি পড়ব মুশকিলে ।
তুমি আমার জীবনের জীবন ,
তোমার তরে আমার পরম ধন  ।


তুমি যা বল তাই করি ,
যা'  করে হোক , পড়ি কিংবা মরি ।
তুমি রাগ করোনা প্রাণেশ্বরী ,
তুমি ছাড়া ধৈর্য্য কেমনে ধরি ।
তুমি আমার কত আদরের ধন ,
কত কষ্টে পেয়েছি ,করে অন্বেষন ।


তুমি যা'  বল , তাইই  করি ,
তুমি রেগোনা পটেশ্বরি ।
তুমি রেগে থাকলে পরে  ,
আমার মাথা যে যায় ঘুরে ।
তুমি থাকলে আনন্দে --
আমি নরকে যেতেও পারি ।


তোমায় পেয়ে সব ছেড়েছি আমি ,
তুমি আমার সবার চেয়ে দামী ।
মা-বাবা !সে তো ছার ,
তুমি আমার গলার রত্ন হার ।


তোমার জন্যে করব চুরি ,
যে যা বলুক হব মিথ্যাচারী ।
তুমি যে আমার বিশ্ব সুন্দরী ,
মারলে লাথি তবু তুমি আমারি ।


          *********
বিকেল -৪:৪৭ মিনিট
২৯ /১১/ ২০১৮ বৃহস্পতিবার ,
কেরাণীটোলা - মেদিনীপুর ।