কবি স্রষ্টা কাব্য সৃষ্টি ,কবি ' মন ' কাব্য ' মানসী ',
কবি তার কলমের ডোগায় জন্ম দেয়
তার মানস প্রতিমা কাব্যকে ।
ভরিয়ে দেয় রূপে রসে গন্ধে ,
সাজিয়ে দেয় মনের আনন্দে ।
অপরূপা ,মনালিসা ,প্রিয়তমা ,
লাবন্যময়ী ,নবযৌবন সম্পন্না ,পরমা ।
কখনো মানসকন্যা চঞ্চলা বালিকা ,
উড়ায়ে এলোকেশে কবরীতে মালিকা ।
কখনো জননী ,ভগিনী সমা স্নেহশীলা ,
আবার  মমতাময়ী মাতা ,ভগিনী সমা চঞ্চলা ।
কবি কখনো জন্ম দেয় রুদ্রের রুদ্রানী কখনো
বা ভবের ভবানী ,
কখনো আবার জন্মদাতৃ জগন্মোহিনী।
কখনো কালভৈরব মহাকাল ,শিরো'পরি
জটাজ্বাল , উন্মাদ ,
কখনো নটরাজ রুদ্রদেব ঘটায়  প্রমাদ ।
কবি লেখে কাব্য মাধুর্য্য মিশিয়ে করে মাধুরী ,
কবিতা পায় সুন্দর রূপ,গুন,আদর্শ ,হয় আদুরী ।
কবি সৃষ্টি করে অপরূপা অনুপমা মানস প্রতিমা ,
কাব্য হয় মহিয়ষী সর্বগুন সম্পন্না অপরিসীমা ।
কবি শব্দ সাগর সেঁচে এনে কাব্যপ্রিয়াকে সাজায় ,
কাব্য গড়ে উঠে ঊর্ব্বসী অপ্সরী মোহিনী মায়ায় ।
কাব্য হয় সবার আদুরী ,ভরে উঠে ভালোবাসায় ,
তাই কাব্য ঘর বাঁধে অন্তঃপুরের মহালায় ।
কাব্য কবির মনের অহংকার ,
কাব্য কবির সারা জীবনের অলংকার ।


    ******************
রাত্রি - ৮: ৩২ মিনিট ।
২০ /0৭ /২১ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।