(   আসরের সমস্ত কবিকে আমার শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাই )
                       (১)
                    
এসো মা লক্ষ্মী আমার ঘরে  ,
           পূজবো তোমায় আমি ভক্তি ভরে ।
আল্পনা এঁকে তোমার পেতেছি আসন ,
             ঘট'পরে এসো মাগো হও অধিষ্ঠান ।
পেতেছি ঘট মাগো পঞ্চপল্লভ 'পরে ডাব পান ,
                পঞ্চগুঁড়ির আসন আর দুর্ব্বা ধান  ।
ফুলমালা  ফুলদলে সাজাবো তোমায়  ,
            শ্বেত চন্দনে  ফুলে পুজিবো  রাঙা পায়  ।
ফল ,মিষ্টান্ন ,ক্ষীর , নাড়ু ,করবো নিবেদন ,
               ধূপ ঘৃতবাতি জ্বেলে করবো আরাধন  ।
কৃপা করে এসো মাগো এ মম কুটিরে ,
               আশির্বাদ কর মাগো আমা সবাকারে  ।
ধূপ,ধূনা,ঘৃতবাতি,জ্বেলে করি তোমার আরতি ,
               ও দুটি রাঙা চরণে তোমার জানাই প্রণতি  ।


           🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


রাত্রি -৮ : ২৫ মিনিট ।
২৯ / ১০ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।


                           (২)


        কোজাগরী লক্ষ্মী পূজা ---


আজি কোজাগরী পূর্ণিমা দিনে  ,
                  মা লক্ষ্মী পূজবো ভবনে  ।
আল্পনার উপরে পাতবো মায়ের ঘট ,
                পাশে সাজিয়ে দেবো মা লক্ষ্মীর পট ।  


পঞ্চপল্লবের 'পরে ,ডাব ,সুপারি পান ,
             নূতন বস্ত্র দেবো ফুল দুর্ব্বা ধান ।
গাছ হলুদ ,কলা ,মান,
               আখ দেবো আর শিষ ধান ।


পঞ্চগুঁড়ির পাতবো আসন ,
             মাকে সাজাবো মনের মতন ।
ফল,মূল ,মিষ্টান্ন ,করে যতন ,
               করবো মাকে নিবেদন  ।


জ্বালিয়ে ধূপ ,ধূনা ,ঘৃতবাতি ,
               মাকে করবো সন্ধ্যারতি ।
শঙ্খধ্বনী , উলুধ্বনী ,
                আবির্ভূতা হও জননী ।
ডাকছি তোমায় ভক্তি ভরে ,
                 অধিষ্ঠান কর ঘটো'পরে ।


                🙏🙏🙏🙏🙏🙏🙏


রাত্রি - ৮: ০৫ মিনিট ।
২৯ /১০ / ২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।