২০১৯এর শেষাশেষি জন্ম নিল করোনা ভাইরাস ,
সারা  বিশ্ব ভয়ে ত্রস্ত,এ যেন মহা ত্রাস ।
আজ একজন তো কাল দুজনের মৃত্যু করোনা ভাইরাসে  ,
দিনে দিনে থাবা দেয় মৃত্যুর করাল গ্রাসে ।
কত শত শিশু আবাল বৃদ্ধ মৃত্যুর কোলে  ঢলে পড়ে ,
করোনা ভাইরাস দেখা দিল মহামারীর রূপ ধরে ।


চীনে চলে মৃত্যুর  তথা মৃতদেহের মিছিল ,
একের পর এক মৃতদেহ হয় তাহার সামিল ।
সরকার এল্যার্ট জারি করল ঘরের বাইরে না আসার ,
প্রয়োজনীয় খাদ্য দ্রব্য আনার জন্য ঘর প্রতি একজন বাইরে যাওয়ার ।
বাড়ীর বাইরে গেলে মুখে মাক্স পরে বা মুখ ঢেকে বাইরে যেতে হবে ,
বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ,পা ,মুখ ,ধুয়ে ফেলতে হবে ।


বন্ধ করে দিল চীন দেশ থেকে বিমান  যাওয়া  আসার ,
সংক্রমন ব্যাক্তি থেকে সংক্রমন ছড়াচ্ছে এবং আক্রান্ত হয়ে মারা যাওয়ার ।
বিমান বন্দরে বন্দরে স্বাস্থ পরীক্ষা করার নির্দ্দেশ  ,
কারুর শরীরে করোনা ভাইরাস আছে কিনা তাই নির্নয় করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন ।


"করোনা " আজ সারা বিশ্বের আতঙ্ক  ,
চীনে  মৃত্যুর  মিছিল চলচ্ছে এখনো ।
চীন দেশবাসীরা যে যার গৃহে বন্দি অবস্থায় ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে ,
কখন করোনা কার বাড়ীতে ,কার উপর থাবা দেয় এই আতঙ্কে ।


               😩😩😩😩😩😩😩😩😩😩😩


বিকেল -৩:১০ মিনিট ।
২৪ /০২ /২০২০ সোমবার ।
কেরাণীটোলা  = মেদিনীপুর  ।